শেখ মমিন, স্টাফ রিপোর্টার: ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চ থেকে নদীতে ঝাঁপিয়ে পড়া প্রায় তিন শতাধিক যাত্রী কে বিনা ভাড়ায় পারাপার করা ট্রলারচালক মিলন খান কে একটি ট্রলার উপহার দিলেন: আদম তমিজি হক।
শনিবার বিকাল ৩ ঘটিকার সময় ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের সুগন্ধা নদীর তীরে, মানবিক বাংলাদেশ সোসাইটি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মানবিক বন্ধু, আদম তমিজি হক এর পক্ষ থেকে ইঞ্জিনবাহী ১ টি ট্রলার মিলন মাঝিকে হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন: মানবিক বাংলাদেশ সোসাইটি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের, প্রধান নিবার্হী কর্মকর্তা- জাহিদুল ইসলাম বিদ্যুৎ, সাধারণ সম্পাদক- সালেহ আহমেদ হৃদয়, ঝালকাঠি জেলা শাখার সভাপতি রানা মাহমুদ ও সাধারণ সম্পাদক সুজন হোসেন সহ অন্যান্যরা প্রমুখ।
এ ব্যাপারে মানবিক বাংলাদেশ সোসাইটি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ হৃদয় জানান, মিলন খান যে কাজটি করেছেন তা অত্যন্ত প্রশংসনীয় আমরা প্রথম বিষয়টি ফেসবুকে দেখেছি, আগুনের খবর পেয়ে তিনি নিজে ট্রলার নিয়ে বিনা ভাড়ায় মানুষের পারাপার করেছেন, আমরা জানতে পারি তার নিজস্ব কোন নৌকা বা ইন্জিনবাহী কোন ট্রলার নেই, তিনি প্রতিদিন ২০০ টাকা করে ইন্জিনবাহী ট্রলার ভাড়া করে চালিয়ে জীবিকা নির্বাহ করে। আমরা বিষয়টি ফেসবুকে দেখার পরে মানবিক বাংলাদেশ সোসাইটি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আদম তমিজি হক এর পক্ষ থেকে আজকে সংগঠনের উদ্যোগে মিলন খান ওরফে মিলন মাঝি কে ইঞ্জিনবাহী একটি ট্রলার হস্তান্তর করেছি। এবং এ সময় তিনি মিলন খানের কৃতিত্বের জন্য তাকে ধন্যবাদ জানান।
উল্লেখ্যঃ গত ২৩ ডিসেম্বর ২০২১ ইং দিবাগত রাত তিনটার দিকে ঝালকাঠি সদর উপজেলার গাবখান ধানসিঁড়ি ইউনিয়ন এর সুগন্ধা নদীতে গাবখান চ্যানেলে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামক লঞ্চটি
ভয়াবহ আগুনে পুড়ে যায় এবং লঞ্চে প্রায় তিন হাজার যাত্রী ছিল বলে ধারণা করা হয়েছে।