বাসাইল(টাঙ্গাইল)প্রতিনিধিঃ বাসাইল উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন উপজেলা পরিষদ (কেন্দ্রিয়) মাঠে বেলা ১১টার দিকে সম্মেলন শুরু হয়। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক সম্মেলনের উদ্বোধন করেন। প্রধান অতিথির বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের ।
উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস এসব তথ্য নিশ্চিত করেছেন।
এ ছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক ও মির্জা আজম এমপি, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ বীর মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের সাবেক সভাপতি আব্দুস সালাম খান টাঙ্গাইল জেলা আ’লীগের সহসভাপতি মোঃ শামছুল হক ।
এদিকে সম্মেলন ঘিরে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। কেন্দ্রীয় ও জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতাদের শুভেচ্ছা জানিয়ে ভাতকুড়া টু বাসাইল সড়কে প্রায় একশত তোরণ নির্মান করা হয়েছে। ছোটবড় ব্যানার-ফেস্টুনে ভরে গেছে উপজেলার প্রধান প্রধান সড়ক ও অলিগলি। সাজসাজ রব বিরাজ করছে উপজেলা জুড়ে। দলের শীর্ষ দুটি পদে কে আসছেন এ নিয়ে সর্বত্র আলোচনা চলছে।
উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস বলেন, সম্মেলন সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্মাণ করা হয়েছে ৪ হাজার আসন বিশিষ্ট প্যান্ডেল। ৭ হাজার ডেলিগেট ও কাউন্সিলরের জন্য রয়েছে খাবারের ব্যবস্থা।