রবিউল হক বাবু,ফুলপুর প্রতিনিধি।। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অমর হোক, ফুলপুর উপজেলা ১০ নং বওলা ইউনিয়ন বওলা স্বেচ্ছাসেবক সমাজ সংগঠন ফাউন্ডেশন এ-র উদ্যোগে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ প্রধানদের সঙ্গে জড়িত হয়ে ভোর সকাল ৭ ঘটিকায় শহীদ দিবসে এসে সকল শহীদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়।
অমর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে সকল শহীদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানান, বওলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষকমন্ডলী এবং সর্বস্তরের এলাকার গন্যমাণ্য ব্যক্তিবর্গ।
এছাড়াও সকাল আট ঘটিকায় বওলা ইউনিয়ন বওলা আইডিয়াল কিন্ডারগার্টেন এর পক্ষ থেকে বওলা বাজার হতে দেড় কিলোমিটার র্যালী মধ্যে পথযাত্রা করে, বওলা ডিগ্রি কলেজ মাঠে এসে, শহীদ মিনারে ফুলের শুভেচ্ছা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে সকল শহীদের আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন।
‘একুশে ফেব্রুয়ারি’ এদেশের মানুষকে শিখিয়েছে আত্মত্যাগের মন্ত্র, বাঙালিকে করেছে মহীয়ান। ১৯৫২’ এর ভাষা শহীদের বিনিময়ে পেয়েছি আমাদের এই মাতৃভাষা, শহীদদের উৎসর্গের বিনিময়ে অর্জিত এই বাংলা ভাষা আমাদের অহংকার 🇧🇩 এই বাংলা শুধুই শব্দের আদান প্রদান নয়, বাংলা আমাদের অস্তিত্ব।
সকল ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা, একুশ চির অমর হোক।একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জানাই বওলা ইউনিয়ন বওলা স্বেচ্ছাসেবক সমাজ সংগঠন ফাউন্ডেশন।
একুশে ফেব্রুয়ারির গৌরব, একুশে প্রেরণা আর অমর একুশে ফেব্রুয়ারি। ফুলপুর উপজেলাধীন ১০ নং বওলা ইউনিয়ন পরিষদ, বওলা মাধ্যমিক বিদ্যালয় ও বওলা ডিগ্রি কলেজ মাঠে, বিনম্র শ্রদ্ধা এবং ভালবাসায় স্মরণ করছি সকল ভাষা শহীদদের। ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।১৯৫২ এর সকল ভাষা সৈনিকদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন।