রবিউল হক বাবু ফুলপুর প্রতিনিধি।। ফুলপুর থানার ভিতর ধরেছে সূর্যমুখী ফুল। উত্তর ময়মনসিংহ জেলাধীন এই প্রথম ফুলপুর থানায় এ সূর্যমুখী বাগান তৈরি করা হয়। অপরূপ সৌন্দর্যময় সূর্যমুখী ফুল দেখতে ভিড় জমাচ্ছে দর্শনার্থীরা।
সরেজমীনে দর্শনার্থী হয়ে জানাই, আমার জীবনের এই প্রথম দেখতে পেলাম থানাপ্রাঙ্গণে সূর্যমুখী ফুলের চাষ। এতে করে থানার সৌন্দর্য বাড়েছে । ধন্যবাদ ও কৃতজ্ঞতা স্বীকার করি এমন উদ্যোগ নিয়েছে যিনারা। সাংবাদিক তপু রাইহান রাব্বি তাকওয়া ফেইসবুক স্ট্যাটাস দেখে আজ নিজেও দর্শনার্থী হয়ে যায়।
আমরা কয়েকজন ফেইসবুক পোস্ট দেখে এখানে ছবি তুলতে এসেছি। ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। তাই উদ্যোগতাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। তবে কিছু কিছু জায়গায়তে দেখা ফুল গাছ থেকে ফুল ছেড়া রয়েছে। তাই এ বিষয়ে কর্তৃপক্ষের আরো কঠোর নজরদারিতে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। কেননা গাছের ফুল গাছেই সুন্দর হাতে নয় । সামনে ১৪ ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিলীন হয়ে যাওয়ার সম্ভবনা ৯৯%!
সরেজমিনে জানা যায়, এই সূর্যমুখী বাগান তৈরি করতে উদ্যোগ নেন ফুলপুর থানার কর্মরত অফিসার মানবিক ওসি জনাব মোঃ আব্দুল্লাহ আলা মামুন সহ থানার কর্মরত অনেক পুলিশ অফিসারবৃন্দ।
এছাড়াও সূর্যমুখী বাগান তৈরি করতে সবচেয়ে বেশি খেটেছেন থানার নজরুল ইসলাম সাহেব। সূর্যমুখী ফুলের বাগান এসে নিজে দেখে মুগ্ধ হলাম আপনাদেরকে আমন্ত্রণজানানো হইলো।