স্টাফ রিপোর্টার।। নরসিংদীর পলাশে এলেঙ্গায় মীর মাইনুল হক (২৫) নামের এক যুবককে গলাকেটে হত্যার ঘটনায় আটক তার প্রেমিকা ইসরাত জাহান মিম।
জানা যায়,প্রেমিক মাইনুল হক অন্য মেয়েকে বিয়ে করায় ক্ষোভে চেতনানাশক ইনজেকশন পুশ করে গলা কেটে হত্যা করে। ওই তরুনী এ বছরের এইচএসসি পরীক্ষার্থী। আটকের পর এমনই তথ্য জানিয়েছে ঘাতক মিম। গত শনিবার(১২ফেব্রুয়ারী) বিকেলে ঘোড়াশাল বাজারে টুথ অফিস নামে ডেন্টাল চেম্বার থেকে প্রেমিক মাইনুলের লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মীর মাইনুল হক ঘোড়াশাল দক্ষিণ চরপাড়া গ্রামের মৃত আব্দুল ফেলু মীরের ছেলে। পুলিশ জানান, মাইনুলের সাথে দীর্ঘদিন একই গ্রামের বাদল মিয়ার মেয়ে ইসরাত জাহান মিমের সাথে প্রেম ছিল। গোপনে অনত্র বিয়ে করায় মাইনুলের উপর ক্ষুব্ধ হয়ে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তিনি আরো জানান,এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করা হচ্ছে।