সঞ্জয় ব্যানার্জী, পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর মহিপুরে অতিরিক্ত মদপানে মোলায়েম খান (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার লতাচালী ইউনিয়নের আলিপুর বাজারের গদি পট্রি এলাকায় এ ঘটনা ঘটে। মৃত মোলায়েম খাজুরা গ্রামের মৃত এছাহাক খানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মোলায়েম বেলা এগারোটায় দিকে খালি পেটে অতিরিক্ত মদপান করে ইউসুফ কম্পানির গদির সম্মুখ্যে পরেছিলো। পরে বিকাল সাড়ে চারটার দিকে তার স্বজনরা উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এর আগেও তিনি অতিরিক্ত মদপান করতো বলে স্থানীয়রা জানায়।
মহিপুর থানার ওসি তদন্ত মনোয়ার হোসেন জানান, আমরা শুনেছি মোলায়েম অতিরিক্ত মদপান করতো। লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।